Spread the love
image_pdfimage_print

এস,এম হাবিবুল তুহিন,সাতক্ষীরা প্রতিনিধিঃ দৈনিক আজকের ঘটনা
কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাজাসহ এক ব্যক্তিকে আটক করেছে। ভোর রাতে হিজলদী বিওপির সদস্যরা তাকে আটক করে। আটককৃত শিমুল গাইন(৩০), উপজেলার বড়ালী গ্রামের ওমর আলী গাইনের ছেলে। সে হিলজদী সীমান্তের জিরোপয়েন্টে ৫পিচ ফেনসিডিল ও গাজা নিয়ে আসার পথে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-১০(৯)১৭ দায়ের হয়েছে।