Spread the love
image_pdfimage_print

সোহেল খান : বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি : আজকের ঘটনা :

শিশুদের ধাওয়া করে নিজেই গণধোলাই খেয়ে পরপারে চলে গেল ১০ফুট লম্বা দারাজ সাপ। শুক্রবার সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের আনন্দনগর গ্রামের অনিল মাষ্টারের মেহগনি বাগানে সাপটি মারা পড়ে।
প্রত্যক্ষদর্শী অহিদুল ইসলাম জানান, উপজেলার ইসলামপুর ইউনিয়নের আনন্দনগর গ্রামের অনিল মাষ্টারের মেহগনি বাগানে ছোট শিশুদের ধাওয়া করে বিশাল আকৃতির দারাজ সাপ। শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সাপটি দেখতে পায়। এসময় এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে সাপটিকে আটকানো হয়। তবে বেশি ফাঁস-ফুস করার কারণে গণধোলাই খেয়ে সাপটি মারা যায়। সাপটি লম্বা ১০ ফুট।