Spread the love
image_pdfimage_print

কোরআন একটি শিল্প আর এই শিল্পকে মানুষের কাছে পৌছে দেবার লক্ষকে সামনে রেখে ১৭তম আর্ন্তজাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার জাতিয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।আর্ন্তজাতিক কুরআন তিলিওয়াত সংস্থা (ইক্বরা) আয়োজিত সম্মেলনে মিসর, ভারত,ইরান, মালেয়শিয়া,মরক্কো ও স্বাগতিক বাংলাদেশের ক্বারীগন অংশ গ্রহন করেন।আর্ন্তজাতিক কুরআন তিলিওয়াত সংস্থার (ইক্বরা) সহ-সভাপতি আহমাদ বিন ইউসুফ আল-আজহারী জানান, শান্তির ধর্ম ইসলাম, আর ইসলামের মূল কোরআন। ইসলাম ও কোরআনে জঙ্গীবাদের কোন স্থান নেই।মানুষের মাঝে কোরআনের বার্তা পৌছে দিতেই এই আয়োজন।সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্বারীগনের পাসাপাসি শিশু-কিশোর হাফেজে কোনআনগন তিলিওয়াত করেন।