Spread the love
image_pdfimage_print

 

 ভারতের কানপুরের জাজমুয়ার কেডিএ কলোনিতে নির্মাণাধীন বহুতল ভবস ধসে ৭ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। ধ্বংসস্তুপের নীচে এখনও আটকে অন্তত ৩০ জন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।গত বুধবার রাতে ভেঙে পড়ে এই নির্মাণাধীন বহুতল ভবনটি। উদ্ধারকাজে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কাঠামোগত কারণে উদ্ধারকাজে একটু বেশি সময় লাগবে বলে জানানো হয়েছে এনডিআরএফ এর পক্ষ থেকে।জানা গেছে, বাড়িটি সমাজবাদী পার্টি নেতা মেহেতাব আলমের। বাড়ির মালিক ও কন্ট্রাক্টরের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হয়েছে। উদ্ধারকাজ নিয়ে এনডিআরএফ এর থেকে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

 সূত্র : ২৪ ঘণ্টা